শুটিংসেট থেকে হাসপাতালে মুশফিক ফারহান

2 days ago 5

হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আদাবরের ওই বেসরকারি হাসপাতালটিতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সূত্র জানায়, সাফা কবির ও ফারহানের একটি শুটিং চলছি। শুটিংসেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারহানকে তখনই হাসপাতালে নেওয়া হয়। শুটিংয়ের শেষ দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন চিকিৎসকেরা।

আজ শনিবারও এই অভিনেতার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে। কী কারণে শুটিং বাতিল করা হয়েছে জানতে চাইলে তিনি মুশফিকের হাসপাতালে ভর্তির খবর এড়িয়ে যান।

Read Entire Article