ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র মেসিদের

2 months ago 35

পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি। শুরুটা ওত জমজমাট করতে পারেনি মেসিরা। এই ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির মিয়ামি।

হার্ড রক স্টেডিয়ামে জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

মেসির সামনে সেরা সুযোগটি আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যখন তার শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোলপোস্টে আঘাত করে ফিরে আসে।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরাস।

আগামী বৃহস্পতিবার আটলান্টায় পোর্তোর মুখোমুখি হবে মিয়ামি। অন্যদিকে নিউ ইয়র্কে আল আহলি খেলবে পালমেইরাসের বিপক্ষে।

এমএইচ/এমএস

Read Entire Article