ক্লিনিকে রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

8 hours ago 6

চিকিৎসার জন্য ক্লিনিকে আসা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ৫৬ বছর বয়সী চর্মরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

পুলিশে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত ১৮ অক্টোবর তিনি একটি ত্বকের সংক্রমণ নিয়ে পরামর্শ করতে চিকিৎসক প্রবীণের ক্লিনিকে গিয়েছিলেন।

অভিযোগ, পরীক্ষার সময় ডাক্তার তাকে জোর করে পোশাক খুলতে বাধ্য করেন এবং অশোভন স্পর্শ করেন ও চুমু দেন। এছাড়া, তিনি আপত্তিজনক মন্তব্যও করেন এবং পরে একটি হোটেলে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দেন।

ঘটনার পরই ওই নারী দ্রুত তার পরিবারকে বিষয়টি জানান। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ধারা ৭৫ (যৌন হয়রানি) এবং ৭৯ (নারীর শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ)-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।

অভিযুক্ত চিকিৎসক হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Read Entire Article