ক্ষমতায় এলে বিএনপি মানুষের জীবনমানোন্নয়নে কাজ করবে : জাহাঙ্গীর 

6 hours ago 4
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের জন্য কাজ করে আসছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করবে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় উত্তরা-পশ্চিম থানা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা-পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক এস আই টুটুল ও আমিনুল হক, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, তুরাগ থানা বিএনপি নেতা আলমাছ আলী প্রমুখ।  দোয়া মাহফিলের পর তবারক বিতরণ করা হয়। তবারক বিতরণ অনুষ্ঠানটি উত্তরা-পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
Read Entire Article