ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতির কোনো জায়গা থাকবে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে, যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এ পথসভার আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু কখনো মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।  তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে

ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতির কোনো জায়গা থাকবে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতরে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে, যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু কখনো মচকাবে না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে দিয়ে মহৎ পেশায় ফিরে আসবে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ মাওলানা মো. দবিবুর রহমানের হাতে দলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। এ সময় উপস্থিত জনতার কাছে প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।

শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. দবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহসভাপতি আব্দুর রহমানসহ বগুড়া, শেরপুর ও ধুনট জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow