‘ক্ষমতায় বসে উপদেষ্টারা রাজনৈতিক দল করলে বিএনপি মেনে নেবে না’

3 hours ago 4

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ক্ষমতার আসনে বসে থেকে আপনার কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করলে তা বিএনপি কখনো মেনে নেবে না। রাজসিংহাসনে বসে রাজমুকুট পরে নয়; দল গঠন করতে হলে ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যেতে হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া আর কোনো কিছু মানবে না বিএনপি। কারণ বিএনপির মতো গত ১৬ বছরে আর কোনো দল কারাগারে বন্দি থাকেনি, মারা যায়নি ও নির্যাতিত হয়নি। পৃথিবীর ইতিহাসেও তা ঘটেনি।  কিন্তু একটা গোষ্ঠী স্লোগান তুলেছে, ‘দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ’। দেশের জনগণ এ চক্রান্ত মেনে নেবে না।’

জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ্য করে বিএনিপির এ নেতা বলেন, ‘অতীতে আপনি জাসদ ছাত্রলীগ করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিলেন। দেশে সুষ্ঠু নির্বাচন হলে প্রতি আসনে বিএনপির প্রার্থীর তুলনায় জামায়াতের প্রার্থী  ১০ শতাংশ ভোট পাবেন। আপনারা অন্তর্বর্তী সরকারের সরলতার সুযোগ নিয়ে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ প্রশাসনের বিভিন্ন বড় বড় পদ দখল করে বিএনপির নামে চাঁদাবাজির গুজব রটাচ্ছেন। অথচ আজ দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছে কারা দখল বাণিজ্যে লিপ্ত রয়েছেন।’ 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরে অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে লাগাতার ২৫ হাজার নেতাকর্মী একসঙ্গে জেল খেটেছে। বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা ও বহু নেতাকর্মী শহীদ হয়েছেন।’

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, দলটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত খালেক। জেলা বিএনপির সদস্য সদস্যসচিব বাবু বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম আলিম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগরের যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুসহ অনেকেই বক্তব্য রাখেন। 

সমাবেশে অন্যান্য বক্তারা দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ এবং জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন পরিহার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

Read Entire Article