পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনর্বহালসহ ৫ দাবি

3 hours ago 7

আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা বেতন-ভাতা নিয়মিত রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোট আয়োজিত মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া স্মারকলিপিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে এ পর্যন্ত ৬ জন মৃত্যুবরণ করেছেন। প্রায় ৫ শতাধিক আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। মিথ্যা-মামলার কবলে পড়ে অনেকে জেল-হাজতে আছেন। তারা পদ-বঞ্চিত হয়ে বেতন-ভাতাদি না পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এসব শিক্ষকের ৫ দফা দাবি হলো- পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এমপিও থেকে নাম কর্তন না করে বেতন-ভাতাদি চালু রাখতে গত ১৪ ও ২০ জানুয়ারি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে; প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি বাতিল ঘোষণা করতে হবে; তাদের স্বপদে বহাল রেখে কর্মস্থলের নিরাপত্তা বিধান করতে হবে; অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বার্থলোভী ও শৃঙ্খলাভঙ্গকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সমমানের এমপিওভুক্ত স্কুলে শূন্যপদে বদলির ব্যবস্থা করতে হবে।

Read Entire Article