ক্ষমা চেয়ে মেহজাবীনের এক মিনিট নীরবতা পালন

2 weeks ago 7

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। তারই ফলশ্রুতিতে বুধবার (১৮ ডিসেম্বর) মেহজাবীন তার সিনেমার টিম নিয়ে বের হয়ে পড়েন বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে এবং এসময় তনুর গ্রাফিতিরওউপর পোস্টার লাগানোর ঘটনায় তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন এই অভিনেত্রী। 

জানা যায়, সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার টিমকে। 

পরে সেখানে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে।
এ বিষয়ে মেহজাবীন চৌধুরী সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছেন। 

সেখানে তিনি লিখেছেন,  ‘প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত  যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি। আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।  ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য। ’

Read Entire Article