টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিল করেন। পরে শহরের মেইন রোডে অবস্থিত শেখ মুজিবুর রহমানে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোক ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যায়। মীর ওয়াছেদুল হকসহ মিছিলে অংশ নেওয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে আছেন।
টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের লোকজন কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর হামলাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশাসন কী করে?
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মদ বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে পুষ্পস্তবক অর্পণের কোনো আলামত পাওয়া যায়নি। ছাত্রলীগ আগের ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।