ক্ষুদ্র চা কারখানার অনুমোদন দেয়ার কথা ভাবছে বোর্ড: চেয়ারম্যান
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেছেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার আবেদন জানিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা ক্ষুদ্র চা কারখানা অনুমোদন দেয়ার কথা ভাবছি। রবিবার দুপুরে উত্তরাঞ্চলের চা বাগান এবং ক্ষুদ্র চা চাষিদের চা আবাদ সম্প্রসারণ এবং চায়ের গুণগত মান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, চা শিল্পের সমস্যা একেকটা যায়গায় একেক রকম। উত্তরাঞ্চলের চা শিল্পের প্রধান সংকট হচ্ছে কোয়ালিটি। পঞ্চগড়ের চা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কেটিংএর ব্যাপারে। এখানে চাষিদের উন্নতি করতে হলে কাঁচা চা পাতার কোয়ালিটি