কয়েক ঘণ্টা আগে মিরাজকে অধিনায়ক বানানোর কথা বলেন ফাহিম

2 months ago 20

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে গতকাল বৃহস্পতিবার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেরে বাংলায় তখন তার কথা শুনে মনে হয়েছে, শ্রীলঙ্কা সফরেও নিজেকে ওয়ানডে অধিনায়ক ভাবছেন শান্ত।

কিন্তু কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে। এতে ভক্তরা কিছুটা অবাক হন। কারণ, এত বড় সিদ্ধান্ত আসার আগে কিছু না কিছু আলোচনা হয়, আভাসও আসে। কিন্তু এবার ছিল পুরোপুরি ব্যতিক্রম।

যে কারণে প্রশ্ন উঠেছে, তাহলে কয়েক ঘণ্টা আগেও ওয়ানডে অধিনায়ক বদলের চিন্তা ছিল না বিসিবির?

আজ শুক্রবার সকালে শেরে বাংলার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ দিয়েছেন সেই প্রশ্নের জবাব।

মিরাজের কথায় পরিষ্কার, বিসিবি মূলত তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে। আগেরদিন বুধবার অধিনায়ক বদলের বিষয়টি চূড়ান্ত হয়।

মিরাজ বলেন, ‘আমাকে গতকাল (বৃহস্পতিবার) ফাহিম স্যার (বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম) ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এরকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’

আপনি এমন সময় দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন, যখন দল খারাপ অবস্থায়। এছাড়া আপনি হুট করে ওয়ানডে অধিনায়ক হলেন। শান্ত টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে এমন সুরে কথা বলে গেছেন যেন তিনি ওয়ানডেতেও ক্যাপ্টেন থাকবেন। সেই রকম একটা অবস্থায় আপনি অধিনায়ক হয়েছেন। প্রেক্ষাপটটা একটু বলবেন।

এই প্রশ্নের চাহিদার প্রেক্ষিতে মিরাজ বলেন, ‘সব আলাপ আলোচনা করেই শান্ত একটা মেয়াদ পর্যন্ত ছিল। তারপরও তাকে দিয়ে দুইটা সিরিজ চালিয়ে নেওয়া হয়েছে। শান্তর সঙ্গে নিশ্চয়ই টেস্ট দল ও টেস্ট সিরিজের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্টরা। ওয়ানডে নিয়ে কথা বলেছেন কিনা আমি জানি না।’

অধিনায়ক ঘোষণার পর শান্তর সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাই মিরাজ বলেন, ‘কথা হয়েছে। ওর সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গেই ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে আছি। আমাদের যে জিনিসটা মনে হয়, অধিনায়ক তেমন ম্যাটার করে না। দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে যখনই কথা হয়েছে, দুজনে এটাই আলোচনা করেছি বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে পারি। এর আগে সিনিয়র ক্রিকেটার যারা ছিলেন তারা একটা পর্যায়ে নিয়ে এসেছেন। এখন আমাদের দায়িত্ব, আমরা বাংলাদেশ দলকে একটা জায়গায় দাঁড় করাতে চাই। এখন একটু খারাপ সময় যাচ্ছে। তবে আশা করি এটা দ্রুত কেটে আসবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস।’

এআরবি/এমএইচ/

Read Entire Article