খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন, চলবে বাসা থেকে: ডা. জাহিদ

2 months ago 6

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন হয় আনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এখন বাসা থেকেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানান এই বিএনপি নেতা।

বুধবার (১৮ জুন) রাতে খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় পৌঁছানোর পর বাসার সামনে ব্রিফিংয়ে ডা. জাহিদ এসব কথা বলেন।

অধ্যাপক জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা শেষে এ চিকিৎসা শুরু হয়েছে, বাসা থেকে তার চিকিৎসা চলবে।

আরও পড়ুন

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভায় অনলাইনে লন্ডন থেকে যুক্ত ছিলেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসার বিষয় সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ডা. জাহিদ বলেন, ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন।

কেএইচ/ইএ

Read Entire Article