খালেদা জিয়ার বাসার সামনে নেতাকর্মীদের ভিড়
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।
এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যা গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।
জানা গেছে, গুলশান-২-এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২-এর গোল চত্বর ও কাকলী গোল চত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকায় পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা ৩টা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, লন্ডন-যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফসহ ১৫ জনেরও বেশি মানুষ।