খালেদা জিয়ার সম্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সুমন

4 hours ago 6

পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, পিরোজপুর-২ আসন থেকে আমিসহ চারজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমাদের ঢাকার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছেন, ‘আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও আপনাদের ছেড়ে যাননি। আপনাদের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন।’ যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তার সম্মানে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।

তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণার দিন আমি নেছারাবাদে ছিলাম এবং বাকিরা ছিলেন ঢাকায়। পরে তাদের সবার সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের সবাইকে জাতীয়তাবাদী এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের স্বার্থে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।

সোহেল মনজুর সুমন অভিযোগ করে বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশে নির্বাচনের পরিবেশ ফিরছে। ঠিক এ সময় একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

আহম্মদ সোহেল মনজুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Read Entire Article