খিলগাঁওয়ে দোকানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ১

3 weeks ago 8
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলায় এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম ইসমাইল (৩৬)। খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গ্রেপ্তারকৃত ইসমাইলসহ এজাহারনামীয় চারজন ও অজ্ঞাত ৩/৪ জন দুষ্কৃতকারী মেরাদিয়া এলাকায় ইয়াসিনের নামক এক ব্যক্তির দোকানে এসে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড়-থাপ্পর দেয় ও প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা গত ৫ অক্টোবর রাতে তারা আবারও ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দিবে না বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ অক্টোবর ইয়াসিনের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Read Entire Article