খুলনা কারাগারে নিরাপত্তা জোরদার

1 month ago 14

সাম্প্রতিক ঘটনার পর খুলনা জেলা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকায়। বাতিল করা হয়েছে কর্মরতদের ছুটি। বন্ধ রাখা হয়েছে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাত।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় জেল সুপার মো. রফিকুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কারারক্ষীদের যে অস্ত্র রয়েছে সেগুলো আপডেট করা হয়েছে। সেখানে কর্মরত সব কারারক্ষীর ছুটি বাতিল করা হয়েছে। সবাই নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কারাগারের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা কারাগারে নিরাপত্তা জোরদার

জেল সুপার বলেন, বন্দিদের ওপর সার্বক্ষণিক বিশেষ নজর রাখা হচ্ছে। কারাবন্দিদের সঙ্গে সবধরনের সাক্ষাত বন্ধ রয়েছে। কারাগারের অভ্যন্তরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকেলে কারাগারে গিয়ে দেখা যায়, প্রধান ফটকসহ সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। কারাগার এলাকায় চলাচলে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

কারাগার সূত্র জানায়, খুলনা কারাগারে বন্দির ধারণক্ষমতা ৬৭৬ জন। বর্তমানে এ কারাগারে এক হাজার ৪২১ বন্দি রয়েছেন।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

Read Entire Article