স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর্থিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে খুলনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসারই স্মার্ট বাংলাদেশের মূল চাবিকাঠি। নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে Bangla QR পেমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিশ্বের বড় বড় দেশগুলোতে আধুনিক পেমেন্ট সিস্টেম এখন জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও আধুনিক ও নিরাপদ পেমেন্ট সিস্টেম হিসেবে বাংলা কিউ আরও জনপ্রিয় হয়ে উঠবে।
বাংলাদেশ ব্যাংকের পিএসডি বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সেনিমারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান, খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ এবং সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলামসহ ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরিফুর রহমান/কেএইচকে/এএসএম

2 hours ago
2








English (US) ·