খুলনায় ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত

3 months ago 12

খুলনার তেরখাদার ইখরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৮ জুন) স্থানীয় আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমী মহিলা মাদ্রাসা এতিমখানায় এ উপলক্ষে কুরআন খতম ও খাবার বিতরণ করা হয়।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

এ সময় ডা. জুবাইদা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম রিয়াল এডমিরাল মাহাবুব আলী খান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাতে ডা. জুবাইদা রহমানের শাশুড়ী বেগম খালেদা জিয়া ও অসুস্থ মাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

Read Entire Article