খুলনায় পাটের বস্তার গুদামের আগুন নিয়ন্ত্রণে

2 months ago 38

খুলনায় পাটের বস্তার গোডাউনে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি দোকানের গুদামজাত করা বস্তা পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

একাধিক ব্যবসায়ী জানান, রাত সাড়ে ১০টার দিকে বার্মাশীল রোডের মেসার্স আহসান উল্লাহর গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ২-৩টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ব্যবসায়ীদের দাবি আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

Read Entire Article