বিখ্যাত ইতালীয় টেনর অ্যান্ড্রিয়া বোচেল্লি সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) এ সাক্ষাৎকালে দৃষ্টিহীন এই অপেরা গায়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং ইউনূসের দূরদর্শী নেতৃত্ব দেশকে রূপান্তরিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের সময় বোচেল্লির টিম অধ্যাপক ইউনূসকে অ্যান্ড্রিয়া বোচেল্লি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ ফাউন্ডেশন হাইতিসহ বিভিন্ন দরিদ্র দেশ ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য স্কুল নির্মাণ করে।
ফাউন্ডেশনটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ইউনূস অ্যান্ড্রিয়া বোচেল্লিকে এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের জন্য আহ্বান জানান।
সাক্ষাতের সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
এমআইএইচএস