গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে : নীরব

10 hours ago 5

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

নীরব বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। এজন্য ফ্যাসিস্ট সরকার (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টে যে বিজয় অর্জন করেছি, তা কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। ওই অর্জনকে বিপথগামী করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাশের দেশে বসে পতিত সরকার চক্রান্ত করছে। বিগত ১৭ বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার।

নীরব বলেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান, তাদের বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমাদের যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের সাধারণ মানুষ তাদের নিজের ভোট দিতে না পেরে হতাশ হয়েছেন। এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খুব দ্রুত একটি স্বচ্ছ নির্বাচনের বিকল্প কিছু নেই। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, দেশের কোনো কর্মকাণ্ডে এ সরকারের নিয়ন্ত্রণ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে সাধারণ মানুষ আজ শঙ্কিত।

তিনি বলেন, আমরা চাই এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।

Read Entire Article