গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বরগুনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বরগুনা জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২২ জানুয়ারী বৃহস্পতিবার) সকাল ১০টায় আবুল হোসেন ঈদগাহ্ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। সম্মেলনে বরগুনার ৬টি উপজেলা থেকে ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন। সম্মেলনে বক্তরা গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত করার পক্ষে বাস্তবতা তুলে ধরেন। বক্তরা বলেন, গণভোটে হ্যা জয়যুক্ত হলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না। তারা আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দেশ গঠনে আলেম সমাজ ব্যাপক ভূমিকা রেখেছে আসছে। গণভোটের প্রচার ও নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম ও মুয়াজ্জিনরা বড় ভূমিকা পালন করবে বলেও আশা ব্যক্ত করেন বক্তরা।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বরগুনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বরগুনা জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২২ জানুয়ারী বৃহস্পতিবার) সকাল ১০টায় আবুল হোসেন ঈদগাহ্ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

সম্মেলনে বরগুনার ৬টি উপজেলা থেকে ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন। সম্মেলনে বক্তরা গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত করার পক্ষে বাস্তবতা তুলে ধরেন। বক্তরা বলেন, গণভোটে হ্যা জয়যুক্ত হলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না।

তারা আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দেশ গঠনে আলেম সমাজ ব্যাপক ভূমিকা রেখেছে আসছে। গণভোটের প্রচার ও নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম ও মুয়াজ্জিনরা বড় ভূমিকা পালন করবে বলেও আশা ব্যক্ত করেন বক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow