গরম নিয়ে ‘দুঃসংবাদ’ 

1 month ago 19

কয়েকদিন ধরে রাজাধানীসহ সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে। তবে শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে। এসময় ভ্যাপসা গরম বাড়বে। 

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

শাহিনুল ইসলাম বলেন, ‘শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।’

আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।

Read Entire Article