গলে আজ সারাদিন বৃষ্টি, হোটেলবন্দী শান্তরা

2 months ago 6

বাংলাদেশে আর শ্রীলঙ্কার অন্যতম সমূদ্র তীরবর্তী শহর গলে বিপরীতমুখি আবহাওয়ার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। রাজধানী ঢাকায় অসহনীয় গরম, আর গলে সারাদিন বৃষ্টি। যার ফলে বাংলাদেশ ক্রিকেট দলকে হোটেল কক্ষেই বসে কাটাতে হলো সারাদিন।

ঢাকা থেকে শুক্রবার দুপুরে বিমানে চাপলেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে গল পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। শুক্রবার রাত ৮টায় গল পৌঁছায় টিম বাংলাদেশ। এই গলেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ১৭ জুন শুরু হবে গল টেস্ট। এদিকে আগামীকাল ১৫ জুন রোববার সকাল ১০টায় শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস সেশন। আজ (শনিবার) চাইলেও প্র্যাকটিস করতে পারতো না টাইগাররা। কারণ, শনিবার সারাদিন গলে তুমুল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে মাঠে যাওয়া বহুদুর, হোটেল থেকে বের হওয়াই ছিল দায়।

বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার এবং বাংলাদেশ দলের ট্যুর অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল গল থেকে মুঠোফোনে জাগো নিউজকে জানিয়েছেন, আগামীকাল ১৫ জুন সকাল ১০ টায় (স্থানীয় সময়) প্র্যাকটিস করবে বাংলাদেশ দল।

এমন অঝোর ধারার বৃষ্টি চলতে থাকলে রোববারও অনুশীলন করা কঠিন হবে টাইগারদের। তাহলে গলের মাটিতে একদিন মাত্র অনুশীলন করেই বাংলাদেশ দলকে মাঠে নামতে হবে প্রথম টেস্ট খেলতে।

এআরবি/আইএইচএস

Read Entire Article