গাঁজাসহ দুই নারী গ্রেফতার

3 weeks ago 22

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার দুজন হলেন- রুনু আক্তার (৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বুড়িচং থানাধীন নিমসার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

তিনি জানান, গ্রেফতার রুনু আক্তার কুমিল্লার কোতোয়ালি এলাকার মুরাদপুরের মৃত চারু মিয়ার মেয়ে। আর আঞ্জুমান আক্তার সুমাইয়া একই এলাকার মৃত সুমন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম রাব্বি হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই নারী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য কৌশল হিসেবে নারীদের মাদক বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। আর তারা অল্প সময়ে অধিক উপার্জনের লোভে মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন।

গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা করেন।

টিটি/জেএইচ/এএসএম

Read Entire Article