গাইবান্ধায় অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিলো প্রশাসন

3 weeks ago 7

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা কাঠ কারখানার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার এ অভিযান পরিচালনা করেন।

আল ইয়াসা রহমান তাপাদার বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুপুরে অবৈধভাবে গড়ে ওঠা কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যান। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

jagonews24

ওই গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলের মালিক আব্দুল মান্নান ও তার স্বজনরা। কয়েকদিন আগে এর প্রতিকার চেয়ে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন গ্রামবাসী।

এ এইচ শামীম/আরএইচ/জেআইএম

Read Entire Article