আজ সকালে হঠাৎ ছুটি পেয়ে চলে এলাম পাখির ডাক শুনতে; পাখিদের জগৎ বড় বিস্ময়কর, চারিদিকে গাছপালা আর আকাশ। মাঝখান দিয়ে চিরে যাওয়া রাস্তা। নানান পাখির কথোপকথন মুখরিত করে রেখেছে আমাদের গ্রাম মফস্বলের বাগানগুলিকে। এখন 'বউ কথা কও' ডাকছে, টুইংক্লিং ডাকছে, হরবোলা ডাকছে; এই প্রথম আমি 'বউ কথা কও' পাখি দেখলাম, একটা শিমুল গাছের ছায়ার মগডালে সে ডেকে চলেছে বিচ্ছিন্ন মনে। তার ডাক শুনেই মূলত গাড়ি থামিয়ে... বিস্তারিত