গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

3 months ago 8

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। রোববার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত জাকির উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসুন্নাত দ্বিনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ বিভাগের শিক্ষক।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে জাকির বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। এসময় গাছের ওপর দিয়ে চলে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনের সঙ্গে ডালটি লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article