গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি

3 months ago 56

গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। দেশটির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কাজ করছে। এখনও কার্যত কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও দেশটি মনে করে, এ যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা যাবে না। 

জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসরায়েল সফরে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। জার্মান পররাষ্ট্র দপ্তরের বরাতে সোমবার (১২ মে) এ তথ্য জানায় আলজাজিরা।  

এক্স-এ ওয়াডেফুলের নামে প্রকাশিত একাধিক পোস্টে দপ্তরটি জানায়, শীর্ষ এই কূটনীতিক রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, গাজার সংঘাত সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়।  

তিনি হামাস ছাড়াই গাজার পুনর্গঠনের জন্য একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, আরব পুনর্গঠন পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি ভালো সূচনা।

মন্ত্রী আরও বলেন, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ। আমি আমার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে আলোচনা করেছি। গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রয়েছে। তাদের কাউকে জোর করে বিতাড়িত করা হবে না এবং গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি কেবল অস্থায়ী হতে পারে।

প্রসঙ্গত, মধ্যস্থতাকারী পক্ষগুলো মার্কিন-ইসরায়েলি বন্দি এদান আলেকজান্ডারের মুক্তির অপেক্ষায়। হামাস জানায়, বন্দি মুক্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সরাসরি আলোচনায় বসবে। এ ঘোষণার পর গাজা যুদ্ধ বন্ধে নতুন সমীকরণের আশা জাগছে। 

তবে দিনের শুরুতে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির খবর আসছে। নিহতের বেশিরভাগ নারী ও শিশু। 

 

Read Entire Article