ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ঘোষণা করেছে যে গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনাও অতীতের মতো ব্যর্থ হবে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, 'এই অভিযানও ব্যর্থ হবে, যেমন ইসরায়েলের পূর্ববর্তী সব প্রচেষ্টা হয়েছে। গাজা দখল কোনোভাবেই তাদের জন্য সহজ কাজ হবে না।' খবর আনাদোলুর।
এই প্রতিক্রিয়া আসে এমন এক দিনে, যেদিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ 'অপারেশন গিডিয়নস চারিয়টস ২' নামে... বিস্তারিত