গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ

5 hours ago 6
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার একমাত্র ক্যান্সার চিকিৎসাকেন্দ্র ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ এবং এর পাশে থাকা একটি মেডিকেল স্কুল বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যায়িত করেছে। ইসরায়েল দাবি করেছে, ওই এলাকায় হামাসের উপস্থিতি ছিল। খবর আলজাজিরার।  ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণের ফলে হাসপাতাল ও মেডিকেল স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে এই হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ২০০ শিশু ও ১১০ নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।   গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষসহ মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।   অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১ হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ অপহৃত হন।   জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ২০০ শিশু ও ১১০ নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।   গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষসহ মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।   অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১ হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ অপহৃত হন।  
Read Entire Article