গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব

1 week ago 8
ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওরিট স্ট্রক ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এ পরামর্শ দেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইয়েডিওথ আহরনোথ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে বলেছেন। তিনি জানান, তিনি সরকারকে গাজায় আরও জমি দখল করতে পরামর্শ দিয়েছেন। যাতে হামাস বুঝতে পারে, তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হবো না। আমরা যদি ফিলাডেলফি করিডোর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পদ ছেড়ে দেব। স্ট্রক আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণেরই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুডিয়া এবং সামরিয়াতে থাকতে পারে। অবশ্যই তাদের (ফিলিস্তিনিরা) মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। স্ট্রক ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়। এ প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ংকর সম্মুখযুদ্ধে নিহত হয় ছয় দখলদার সেনা। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে। তবে এতে তারা থামবেন না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে।
Read Entire Article