গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

4 hours ago 6
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিএমপি বাসন থানার ওসি কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  গ্রেপ্তার পাঁচজন হলেন- জামালপুরের বকশিগঞ্জ থানার আবুলপাড়ার ব্যংঙ্গা ড্রাইভারের ছেলে লিটন (২২), ময়মনসিংহের গৌরিপুর উপজেলার তাতকুড়া গ্রামের মৃত আসেদ আলীর ছেলে মো. হৃদয় (১৯), গাজীপুর মহানগর সদর থানা শালনা এলাকার রজব আলীর ছেলে সৌরভ (১৯), কক্সবাজার জেলার চকরিয়া থানার বাড়ামোহরী এলাকার হাসু মিয়ার ছেলে বেলাল মিয়া (২৩) ও চকরিয়া থানার পশ্চিম কোনাখনী এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রায়হান (১৯)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়ায় থাকেন। ওসি কায়সার আহমেদ বলেন, আসামিদের কাছ থেকে চারটি রামদা, একটি দা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে বাসন থানায় মামলা করা হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৩টায় মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড ভোগড়া সোবাহান মেম্বারের বাড়ির সামনের বালুর মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তা করা হয়েছে।
Read Entire Article