গাজীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

3 weeks ago 8
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আদিল নামে এক তরুণ আহত হয়েছেন। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (১৬) স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার সোহেল মিয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাব্বির হোসেন ও আদিল দুই বন্ধু মোটরসাইকেলযোগে পাশের এলাকায় খেজুরের রস পান করতে বাড়ি থেকে বের হন। তারা মোটরসাইকেল নিয়ে টেংরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাব্বির হোসেন নিহত এবং তার বন্ধু আদিল আহত হন। আহত আদিলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শ্রীপুর থানার ওসি  জয়নাল আবেদীন মন্ডল জানান, একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
Read Entire Article