গাজীপুরে মানহানি মামলায় তারেক রহমানকে অব্যাহতি

2 months ago 35

মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগের এক নেতার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে গাজীপুর মহনগর আওয়ামী ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মাহবুবুর রহমান মামলা থেকে তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

Read Entire Article