গান থেকে ফুটবলে নাম লেখালেন ব্রিটিশ গায়ক এড শিরান

1 month ago 6
বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবার হাতে গিটার নয়; বরং পায়ে জড়িয়ে নিচ্ছেন ফুটবল। নিজের প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের হয়ে পেশাদার ফুটবলে নামছেন তিনি। ‘শেপ অব ইউ’ খ্যাত এই তারকার মাঠে নামার খবরে রীতিমতো তোলপাড় চলছে শুধু সংগীতাঙ্গনে নয়, চলছে ফুটবল দুনিয়াতেও। ইপ্সউইচ টাউন ক্লাব ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেও গত মৌসুমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাত্র ২২ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থেকে আবার নেমে গেছে দ্বিতীয় স্তরে। তাই নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি এবার মাঠে নামাতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় ভক্তকেই এড শিরানকে। ছোটবেলা থেকেই ‘ট্র্যাক্টর বয়েজ’-দের অন্ধভক্ত এড শিরান ২০২১ সাল থেকে ক্লাবের জার্সির স্পনসর হয়ে যুক্ত ছিলেন নিজের কনসার্ট ট্যুর "+−=÷×" দিয়ে। ২০২৪ সালে তিনি ক্লাবের ১.৪% শেয়ার কিনে হন সংখ্যালঘু মালিকও। এবার তার নাম উঠছে মাঠের খেলোয়াড় তালিকায়—জার্সি নম্বর ১৭ পরে মাঠে নামবেন তিনি। শিরানের মাঠে নামার সিদ্ধান্তে ভক্তরা যেমন রোমাঞ্চিত, তেমনি কিছু বিতর্কও উঠেছে ফুটবল বিশ্লেষকদের মাঝে। অনেকের মতে, এটি একটি চমকপ্রদ মার্কেটিং কৌশল। এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ২০২৪ সালে আর্জেন্টিনার ক্লাব দেপোরতিভো রিয়েস্ত্রা মাঠে নামিয়েছিল জনপ্রিয় স্ট্রিমার স্প্রিনকে। তবে এড শিরানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সংগীতের পাশাপাশি তিনি ইপ্সউইচ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠভাবে জড়িত। তার নামসংবলিত জার্সিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। যদিও ধারণা করা হচ্ছে, তিনি পুরো মৌসুমে নিয়মিত একাদশে নাও থাকতে পারেন, তবে ক্লাবের জন্য এটি হতে পারে এক বড় অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক পর্যায়ে দারুণ প্রচারণার সুযোগ।
Read Entire Article