গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন। আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রতিবেদনের আলোকে যাচাইবাছাই করা হচ্ছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হান্নান মাসউদ বলেন, নির্বাচনী প্রচারণাকালে আমি নিয়মিতভাবে দুর্গম ও জনবহুল এলাকায় গণসংযোগ করছি। নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখেই ব্যক্তিগত গানম্যানের জন্য আবেদন করেছি। এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানো ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্যই এই আবেদন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরুর

গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন। আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রতিবেদনের আলোকে যাচাইবাছাই করা হচ্ছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হান্নান মাসউদ বলেন, নির্বাচনী প্রচারণাকালে আমি নিয়মিতভাবে দুর্গম ও জনবহুল এলাকায় গণসংযোগ করছি। নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখেই ব্যক্তিগত গানম্যানের জন্য আবেদন করেছি। এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানো ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্যই এই আবেদন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরুর পর বিভিন্ন এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow