ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে এটি তাদের পঞ্চম শিরোপা। প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩০ রান। জবাবে ত্রিনবাগো ১৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট হারিয়ে।
লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নাইট রাইডার্স। প্রথম দুই ওভারে তুলে ২৫ রান। তবে এর পরই ধাক্কা খায় দলটি। ৩৩ রানে বিনা উইকেট থেকে ৩ উইকেটে ৫৪ রানের দলে পরিণত হয় তারা। কলিন মানরো ১৫ বলে ২৩ ও অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ২৬ রান।
ফাইনালে সুনিল নারাইন ব্যর্থ হন ইনিংস বড় করতে। তার ব্যাট থেকে আসে ২২ রান। চাপের মধ্যে দলের হাল ধরেন কিয়েরন পোলার্ড। ইনিংসের ১৪তম ওভারে ইমরান তাহিরকে পরপর তিনটি ছক্কা হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। শেষ দিকে কেসি কার্টি ও আকিল হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় নাইট রাইডার্সের।
এর আগে, গায়ানার ইনিংসে ২৭ বলে সর্বোচ্চ ৩০ রান আসে ইফতিখার আহমেদের ব্যাট থেকে। প্রিটোরিয়াস করেন ১৮ বলে ২৫ রান। ত্রিনবাগোর বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সৌরভ নেত্রবালকার, ২৫ রানে নেন ৩ উইকেট।