গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

2 months ago 62

গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়। 

পোস্টে সেনাবাহিনী বলেছে, ‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

শেষে বলা হয়, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

পোস্টের সঙ্গে ভুয়া বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দিয়েছে সেনাবাহিনী। 

Read Entire Article