গুনাহ কামাবেন না : নিলয়

2 months ago 47

নিলয় আলমগীর। আলো ঝলমলে ক্যামেরার সামনে তিনি যেমনই হোক, বাস্তব জীবনে বেশ কোমল ও মমতাবান। কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নেওয়া জনপ্রিয় এ অভিনেতা শুধু ছোট পর্দার তারকাই নন, তিনি অবলা প্রাণীদের এক নিঃশব্দ অভিভাবকও। অন্যরা যখন ব্যস্ত নিজেদের খ্যাতি ও স্বপ্নে, তখন নিলয় লড়ছেন রাস্তার কোণে অবহেলায় পড়ে থাকা কুকুর-বিড়ালের জন্য। এবার কোরবানি ঈদে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুকুরদের নিয়ে এক বার্তা দিলেন নিলয়।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে তিনি লিখেছেন, কোরবানির গোশত কাটার সময় অনের কুকুর বিরক্ত করতে পারে, কোরবানির গোশতে মুখ দিতে পারে। প্লিজ সাবধানে রাখবেন। এমন সময় অনেকে হাতের ধারালো অস্ত্র দিয়ে কুকুরকে আঘাত করে। এই কাজটা প্লিজ করবেন না। কোরবানি দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে, গুনাহ কামাবেন না।

এদিকে, কিছুদিন আগে যখন সেন্টমার্টিনে যখন পর্যটনের সবকিছু বন্ধ হয়ে গেল তখন কুকুর কী খাবে তার একটি প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করে তাদের খাবারের ব্যবস্থা গ্রহণ করেছিলেন তিনি। আবার  নিজ উদ্যোগেও কুকুর-বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন এ অভিনেতা। 

Read Entire Article