গুম হওয়া পারভেজের সন্তানকে সাইকেল উপহার তারেক রহমানের

2 hours ago 3

শিশু আরাফ হোসেনের বয়স ১০ বছর। মায়ের কাছে দীর্ঘদিনের বায়না একটি সাইকেল কিনে দিতে হবে। কিন্তু মা ফারজানা আক্তারের পক্ষে শিশু সন্তানকে সাইকেল কিনে দেওয়া সম্ভব ছিল না। আরাফ হোসেনের জন্মের ৮ মাস আগে নিখোঁজ হয়ে যান স্বামী পারভেজ। তার স্বামী ছিলেন বংশাল থানা ছাত্রদল নেতা। ২০১৩ সালের ডিসেম্বরের ২ তারিখে তাকে গুম করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রশাসন। সেই থেকে অসহায় জীবনযাপন করছেন স্ত্রী ফারজানা আক্তার ও তার দুই সন্তান।

গুম হয়ে দীর্ঘ ১৩ বছর নিখোঁজ থাকা পারভেজের স্ত্রী ও সন্তানের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে দৈনিক কালবেলা। সেখানে ফারজানা আক্তার জানান, তার ছোট সন্তান এখন তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল কেনার আবদার দীর্ঘদিনের। কিন্তু সামর্থ্য না থাকায় তা কিনে দেওয়া সম্ভব হয়নি। পারভেজের শিশুসন্তানের এই আবদারের কথা জানতে পেরে তার জন্য বাইসাইকেল উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তারেক রহমানের নির্দেশে তার পক্ষে থেকে আরাফ হোসেন ও তার মায়ের কাছে একটি স্পোর্টস বাইসাইকেল তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক পারভেজ মল্লিকের ভাই জুলফিকার আলী ও পলাশ মাহমুদ।

জানা যায়, ২০১৩ সালে বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকে ১১ বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। পারভেজ নিখোঁজের সময় তার ২ বছরের মেয়ে আদিবা ইসলাম রিধিসহ স্ত্রী ফারজানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সাইকেল উপহার পাওয়ার পর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আরাফ হোসেন বলেন, আমি খুব খুশি হয়েছি। তারেক রহমান আঙ্কেল আমার স্বপ্নপূরণ করেছেন। আঙ্কেলকে অনেক ধন্যবাদ। পাশাপাশি পারভেজের স্ত্রী ফারজানা আক্তারও কৃতজ্ঞতা জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

এর আগে গত ২৬ নভেম্বর কালবেলার ‘কালের কথা’ নামে একটি প্রোগ্রামে ‘গুম’ হওয়া ছাত্রদলের নেতা পারভেজের স্ত্রী ফারজানা ও মেয়ে আদিবা ইসলাম রিধিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা

Read Entire Article