গুরুত্ব দেওয়া হচ্ছে সাড়ে ৩ ঘণ্টা

1 week ago 14

রাজধানীতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সাড়ে তিন ঘণ্টা। ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই বিশেষ নজরদারি।

মঙ্গলবার মধ্যরাত থেকেই রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর আগে মাঠ পর্যায়ের পুলিশকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা পাঠানো হয়। এ সময় পুলিশ, ডিবি, সিটিটিসিসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ভোর ৫টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে। প্রতিদিন ২৪ ঘণ্টা টহল এবং চেকপোস্ট চালু থাকবে, তবে ওই সাড়ে তিন ঘণ্টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, ছিনতাইকারী ও নাশকতাকারীরা প্রায়ই ভোরের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহার করে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নৈরাজ্য রোধ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে একটি পক্ষ নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এদিকে গতকাল ভোরে বনানীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে রোববার ধানমন্ডিতেও একই ধরনের কর্মসূচি পালিত হয়। বনানীতে মিছিলের ঘটনায় এসআই আবু তারেক মামলা দায়ের করেন, যার ফলস্বরূপ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

একাধিক সূত্র জানায়, রাজধানীর পরিস্থিতি নিয়ে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ছিনতাই, চুরি, কিশোর গ্যাংসহ যারা আইনশৃঙ্খলা অবনতির কারণ হতে পারে, তাদের ওপর নজর বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, অপরাধীদের নির্বিঘ্ন চলাচল রোধ করতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। টহল ও চেকপোস্টে দায়িত্ব পালন করতে অবহেলা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের জটে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কিছু এলাকায় সড়কের বাতি নষ্ট থাকার কারণে অপরাধীরা সুযোগ নিচ্ছে। কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ছিনতাই করছে।  

Read Entire Article