গুরুদাসপুরে গুড় কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে এক কারখানাকে সিলগালাসহ দুই লাখ টাকা জরিমানা ও মালিককে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড়ে ‘ভাই ভাই বাণিজ্যলয়’ কারখানায় এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্রসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়- আখের চিটাগুড়, পচা লালি গুড়সহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালের রং মিশিয়ে খেজুর গুড়ের মরচাঁ ব্র্যান্ডের নামে বাজারজাত করছিলেন কারখানার মালিক দেলোয়ার হোসেন দুলাল। ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ওই দন্ডাদেশ দেন ইউএনও। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “প্রাকৃতিক গুড়ের নামে অসাধু ব্যবসায়ীরা চিটা ও পচাগুড়সহ ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে সাধারণ ভোক্তা প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্য

গুরুদাসপুরে গুড় কারখানা সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে এক কারখানাকে সিলগালাসহ দুই লাখ টাকা জরিমানা ও মালিককে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড়ে ‘ভাই ভাই বাণিজ্যলয়’ কারখানায় এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্রসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়- আখের চিটাগুড়, পচা লালি গুড়সহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালের রং মিশিয়ে খেজুর গুড়ের মরচাঁ ব্র্যান্ডের নামে বাজারজাত করছিলেন কারখানার মালিক দেলোয়ার হোসেন দুলাল। ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ওই দন্ডাদেশ দেন ইউএনও।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “প্রাকৃতিক গুড়ের নামে অসাধু ব্যবসায়ীরা চিটা ও পচাগুড়সহ ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে সাধারণ ভোক্তা প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। গুরুদাসপুরকে ভেজালমুক্ত করতে জনসচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow