গুলি ছুড়ে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

3 months ago 15

কক্সবাজারের টেকনাফের গুলি ছুড়ে নাফ নদী থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন- সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। জানা গেছে, তারা নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিল। তবে কেন নাফ নদীতে গেছেন নিশ্চিত হতে পারিনি। 

তিনি আরও বলেন, আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান কালবেলাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তারা জেলে কি না তা পরিষ্কার নয়। কারণ, ওই এলাকা দিয়ে প্রচুর মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।’

Read Entire Article