গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে জুস খাইয়ে সোনা-টাকা লুটে নেন দুই নারী

3 months ago 10

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার ফাঁদ পেতে বাসায় ঢুকে গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে জুস খাইয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছেন প্রতারক দুই নারী।

রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনায় ওই বাসার ভুক্তভোগী গৃহকর্ত্রী লুৎফা বেগম (৬৫) ও গৃহকর্মী স্বরূপা বেগমকে (৪০) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে বিকেল পাঁচটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

লুৎফা বেগমের ছেলে রাশেদুল ইসলাম বলেন, আমি দুপুরে অফিসে ছিলাম। রংমিস্ত্রিরা বাসায় কাজ করছিল। তারা ফোনে আমার মাকে না পেয়ে বাসায় গিয়ে দেখে দরোজা খোলা এবং মা ও আমাদের গৃহকর্মী অচেতন হয়ে পড়ে আছেন। তারা বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত বাসায় ফিরে অচেতন অবস্থায় মা ও গৃহকর্মীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিই।

তিনি বলেন, দুই নারী তৃতীয় তলা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় আসেন এবং মা ও গৃহকর্মীকে জুস খাইয়ে অচেতন করেন। পরে তারা বাসায় থাকা নগদ ৩০ হাজার টাকা, মায়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা আড়াই ভরি ওজনের স্বর্ণের বালা এবং ৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যান। বাসায় শুধু আমার মা ও গৃহকর্মী ছিলেন। তাদের জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেমরা থেকে প্রতারকচক্রের খপ্পরে পড়ে দুজনকে অচেতন অবস্থায় আনা হয়েছে। দুজনই মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article