গোপনে ক্যাম্প ন্যুতে এসে কি ইঙ্গিত দিলেন মেসি?
চার বছর আগের সেই বিকেলটা বার্সেলোনা সমর্থকরা ভুলতে পারেনি। চোখে জল, কণ্ঠে কান্না—এভাবেই ক্লাব ছাড়তে হয়েছিল ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর ঠিক সেই মেসিই হঠাৎ রোববার রাতে ফিরে গেলেন নিজের প্রিয় ঘরে—স্পটিফাই ক্যাম্প ন্যু’তে।
কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, বার্সা জানতই না যে মেসি আসছেন!
ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে দুই গোল করে দলকে ৪-০ ব্যবধানে জেতানোর পর সরাসরি উড়াল দেন স্পেনে। আনুষ্ঠানিকভাবে তার গন্তব্য ছিল আলিকান্তে, যেখানে আর্জেন্টিনা দল প্রস্তুতি নিচ্ছে প্রীতি ম্যাচের জন্য। কিন্তু এর আগে মেসি চুপিচুপি ঢুকে পড়েন বার্সেলোনায়—যে শহরে ১৩ বছর বয়সে পা রেখে গড়ে তুলেছিলেন ইতিহাসের সেরা এক ফুটবল অধ্যায়।
বার্সেলোনার প্রশাসন, কর্মকর্তারা, এমনকি লকাররুমের কেউই জানতেন না এই সফরের কথা। পরে জানা যায়, নির্মাণকাজের দায়িত্বে থাকা তুর্কি প্রতিষ্ঠান লিমাক নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ক্লাবকে জানায়, তখনই অনুমতি দেওয়া হয় প্রাক্তন অধিনায়ককে প্রবেশের।
সূত্র বলছে, সফরটা ছিল একদমই সংক্ষিপ্ত, একপ্রকার বজ্রপাতের মতো। শুধু পুরোনো বাড়িটাকে এক নজর দেখা—নতুন রূপে নিজের সাম্রাজ্যের মাঠটাকে অনুভব করা, এটিই ছিল মেসির উদ্দেশ্য। কিন্তু আবেগের ঢেউ উঠল তার ইনস্টাগ্রাম পোস্টেই।
গত রাতে ফিরেছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মন থেকে মিস করি। এমন এক জায়গায়, যেখানে আমি হাজার বার হয়েছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন ফিরব, শুধু বিদায় জানাতে নয়…
এই কথাগুলোই এখন কাতালুনিয়ার বাতাসে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—‘তাহলে কি মেসি ফিরতে চান?’
২০২১ সালের সেই অশ্রুসিক্ত বিদায় এখনো তাজা। আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনা তখন রাখতে পারেনি তাদের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে। প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কও হয়ে গিয়েছিল ঠান্ডা। যদিও এরপর বারবার শহরে ফিরেছেন মেসি, দেখা করেছেন পুরোনো বন্ধুদের সঙ্গে, কিন্তু ক্যাম্প ন্যু-তে প্রবেশ করেননি কখনো—এবার করলেন, নিঃশব্দে, নিঃশব্দেই যেন বার্তা দিলেন।
মেসির নতুন চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত। এর মাঝেই তিনি ব্যবসা, রাজনীতি, এমনকি ফুটবল-পরবর্তী জীবনের নানা সম্ভাবনা নিয়ে ভাবছেন। গত সপ্তাহেই আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য রেখেছিলেন, সেখানে ট্রাম্পও ছিলেন অতিথি হিসেবে। সব মিলিয়ে তার ভবিষ্যৎ এখন বহু সম্ভাবনায় ভরপুর।
তবু এক লাইনই আবার আলো জ্বেলে দিয়েছে কাতালুনিয়ার আকাশে—
“আশা করি, একদিন ফিরব... শুধু বিদায় জানাতে নয়।”
আগামী বছর বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন, চলমান পুনর্গঠনের কাজ, আর মেসির এই রহস্যময় সফর—সব কিছু মিলে যেন নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
ক্যাম্প ন্যু’তে এখনো ঝুলছে ক্রেন, অসমাপ্ত গ্যালারি, ধুলোমাখা সিঁড়ি—কিন্তু সেই মাটিতে পা রেখেই মেসি হয়তো আবার অনুভব করেছেন নিজের রাজত্বের স্মৃতি।
হয়তো সেই মাঠেই কোনো একদিন, আবারও—ফিরে আসবেন রাজা।
সূত্র : দ্য অ্যাথলেটিক

2 hours ago
5









English (US) ·