স্পিনারদের হাতে ম্যাচ জেতার সুযোগ দেখছেন হাসান মাহমুদ

2 hours ago 6

বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ মনে করেন, সিলেট টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশের স্পিনাররাই। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেট ধীরে ধীরে স্পিনারদের সহায়ক হয়ে উঠছে।

‘স্পিনারদের জন্য ভালো সুযোগ আছে। যত দিন যাবে উইকেটটা আরও টার্ন করবে। যদি বোলাররা কনসিস্টেন্ট থাকতে পারে লাইন ও লেংথে, আমার মনে হয় স্পিনাররাই ম্যাচ জেতাবে আমাদের,’ বলেন হাসান।

নাহিদ রানার সাথে জুটি নিয়েও তিনি সন্তুষ্ট। তিনি বলেন,“নাহিদের সঙ্গে বোলিং করতে আমার খুব ভালো লাগে। ও খুব দ্রুত বোলিং করে, আমি ওর থেকে অনুপ্রাণিত হই। উইকেট ও কন্ডিশন নিয়ে আমরা দুজনেই আলোচনা করি, কোথায় বোল করা ভালো হবে সেটা নিয়ে আইডিয়া শেয়ার করি।”

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও তিনি ইতিবাচক। হাসান জানান,“আমরা ভালো অবস্থানে আছি। কাল সকালে যদি দ্রুত ওদের উইকেট নিতে পারি, তাহলে ম্যাচটা আমাদের হাতেই থাকবে।”

তবে ফিল্ডিংয়ে কিছু ভুল নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন,“ফিল্ডিংয়ে আমরা প্রতিদিন কাজ করছি। ক্যাচ মিস খেলারই অংশ, তবে আমরা চেষ্টা করছি যেন এমন ভুল কমে আসে।”

শেষে তরুণ মুরাদ হাসানকে নিয়ে প্রশংসা করে বলেন, ‘ওর ডেবিউটা দারুণ হয়েছে। ভালো জায়গায় বল করেছে, উইকেটও পেয়েছে। সময়ের সঙ্গে আরও পরিপক্ক হবে।’

Read Entire Article