গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

1 month ago 15

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

নিহত কাভার্ডভ্যান চালক মো. জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা এলাকার মো. মুক্তু মিয়ার ছেলে।

আহতরা হলেন- আনিছুর রহমান, আবু বক্কর তুহিন, আব্দুল আজাদ শেখ, সোহাগ রানা, তৌহিদ হোসেন জয়, মিরাজ শেখ, টুটুল, বিপ্লব, নাসির উদ্দীন, মুন্না, সাজ্জাদ, শিপন, শাহ আলম ও বাপ্পি।

হাইওয়ে পুলিশ ও হাসপাতাল  সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নোভো কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ কালবেলাকে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ১৫ জনের মধ্যে গুরুতর অন্তত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা পর যানচলাচলের জন্য স্বাভাবিক হয়।

Read Entire Article