গোয়ায় জয়ার সিনেমার বিশেষ প্রদর্শনী

2 months ago 31

অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে কলকাতায় আছেন তিনি। সেখানে তার নতুন দুই সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে গিয়েছেন। ওখান থেকে তিনি যাবেন গোয়ায়। সেখানে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে তার ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। 

গোয়ায় ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে ২৫ নভেম্বর। এর প্রদর্শনী নিয়ে যোগাযোগ করা হলে কলকাতা থেকে কালবেলাকে তিনি জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে  ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।  

‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।
 

Read Entire Article