গৌরীকে ‘মা’ বলে সম্বোধন করলেন অনন্যা

6 hours ago 2

২০২৩ সাল যেন নতুন রূপে গড়ে তুলেছিল অনন্যা পান্ডেকে। সে সময় বলিউডের এই উদীয়মান নায়িকা শুধু নিজের প্রথম বাড়ির মালিকই হলেন না; বরং গড়লেন এক আবেগঘন স্বপ্নের ঠিকানা। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নেপথ্যে ছিলেন বলিউডের শীর্ষ ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। ঘরের প্রতিটি কোনায় গৌরীর ছোঁয়া এতটাই বিশেষ হয়েছিল যে, অনন্যা ভালোবেসে তাকে ডাকলেন নিজের ‘দ্বিতীয় মা’।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে অনন্যা বলেন, ‘সত্যি বলতে, আমার জন্য এটি ছিল একেবারে আবেগপ্রবণ সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘আমি গৌরী ম্যামের আশপাশেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মা। তিনি আমার পছন্দ-অপছন্দ এতটাই গভীরভাবে বুঝতেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়ি সাজাচ্ছেন।’ 

এই সম্পর্কের গভীরতা শুধু পেশাদারিত্বের নয়, ব্যক্তিগতও। গৌরী খান অনন্যার স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছেন, কিন্তু কখনো নিজের মত চাপিয়ে দেননি। বরং প্রতিটি সিদ্ধান্তে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন। অনন্যা বলেন, ‘গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি জানতেন, এটি আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে।’

অনন্যা আরও যোগ করেন, ‘ইন্টেরিয়র ডিজাইন অনেকের কাছে একটা প্রজেক্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল আমার প্রতিদিনের জীবনের অংশ। তাই আমার ব্যক্তিত্ব বোঝা, আমার স্বপ্নকে অনুভব করা। আর এই জিনিসগুলো গৌরী ম্যাম অসাধারণভাবে করেছেন।’

এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামেও একটি লেখা পোস্ট করেছিলেন এই সুন্দরী। সেখানে  অনন্যা লিখেছিলেন, ‘আমার প্রথম বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। ধন্যবাদ গৌরী খান আপনি ছাড়া কেউ এতটা গভীরভাবে বুঝতে পারত না আমি কী চাই। আপনি এটাকে আমার জন্য এতটা বিশেষ করে তুলেছেন। আপনিই সেরা, আপনাকে ভালোবাসি।’ এই পোস্টে শুধু কৃতজ্ঞতা নয়, ছিল এক গভীর সম্পর্কের ছায়া।

এদিকে, অনন্যাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে আসন্ন ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। সমীর বিদ্বান পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Read Entire Article